ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রামচন্দ্রপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রামচন্দ্রপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

গাইবান্ধা: শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের বালুয়া বাজার হাইস্কুল মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম এ ঘোষণা দেন।

এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে শপথ বাক্য পাঠ করা হয়।

এর আগে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এতে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌস জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান, জেলা নারী বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ও জেলা তথ্য কর্মকর্তা সাবিহা আক্তার লাকি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।