ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৭ খুনের মামলায় নূর হোসেনসহ ৩ জনের যুক্তিতর্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
৭ খুনের মামলায় নূর হোসেনসহ ৩ জনের যুক্তিতর্ক

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, তার গাড়ি চালক মিজানুর রহমান দিপু, চাকরিচ্যুত র‌্যাব কর্মকর্তা এম এম রানাসহ তিনজনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, তার গাড়ি চালক মিজানুর রহমান দিপু, চাকরিচ্যুত র‌্যাব কর্মকর্তা এম এম রানাসহ তিনজনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর সোয়া ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্কে আসামি পক্ষের আইনজীবীরা নিজেদের নির্দোষ দাবি করেন।


 
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার নূর হোসেনের পক্ষে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, নৌবাহিনী থেকে চাকরিচ্যুত কর্মকর্তা এম এম রানার পক্ষে আব্বাসউদ্দিন ও নূর হোসেনের গাড়ি চালক মিজানুর রহমান দিপুর পক্ষে লুৎফর রহমান আকন্দ যুক্তিতর্ক তুলে ধরেন।

তাদের মধ্যে খোকন সাহা আদালতকে বলেন, চাঞ্চল্যকর দুটি মামলায় ১০৬ জন সাক্ষ্য দিলেও কেউ নূর হোসেনের নাম বলেনি। তাছাড়া হত্যাকাণ্ডে নূর হোসেন জড়িত এমন কোন সুস্পষ্ট প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। অপর দুই আসামি পক্ষের আইনজীবীরাও নির্দোষ প্রমাণে যুক্তিতর্ক তুলে ধরেন।  
 
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, বুধবার আবারও যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ও অপর মামলার বাদী নিহত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। মামলায় অভিযুক্ত করা হয়েছে ৩৫ জনকে যাদের মধ্যে ২৩ জন গ্রেপ্তার ও বাকি ১২ জন পলাতক আছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।