ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে কমিউনিটি ভলান্টিয়ার ট্রেনিং সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
কেরানীগঞ্জে কমিউনিটি ভলান্টিয়ার ট্রেনিং সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে তিন দিনের কমিউনিটি ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রাম শেষ হয়েছে।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তিন দিনের কমিউনিটি ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রাম শেষ হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে এ ট্রেনিং প্রোগ্রাম শেষ হয়।

এর আগে রোববার (২৭ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনে এ ট্রেনিং শুরু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালকের কার্যালয় এ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে। প্রোগ্রামে ভলান্টিয়ারদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অগ্নিনির্বাপণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মঞ্জুরুল হাসান বাংলানিউজকে বলেন, উপজেলার প্রায় ৫০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।