ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে গাঁজাসহ আটক মা-ছেলে কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ধুনটে গাঁজাসহ আটক মা-ছেলে কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক মা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক মা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ধুনট-জোড়শিমুল সড়কের হ্যালিপ্যাড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মা-ছেলে হলেন- উপজেলার নলডাঙ্গা গ্রামের জাব্দুল সরকারের স্ত্রী খোদেজা খাতুন (৫২) ও তার ছেলে আত্তাব আলী (৩৫)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খোদেজা ও তার ছেলে আত্তাব দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। এমন খবর পেয়ে রাতে পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ ক্রেতা সেজে কৌশলে ১০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।

এ ঘটনায় মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।