ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে মলমপার্টির ৪ সদস্যকে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
মুন্সীগঞ্জে মলমপার্টির ৪ সদস্যকে গণপিটুনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জে মলমপার্টির চার সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বাসের যাত্রীরা।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মলমপার্টির চার সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বাসের যাত্রীরা।

 

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুক্তারপুর ঢাকা-মুন্সীগঞ্জ রুটে দিঘিরপাড় পরিবহনে এ ঘটনা ঘটে।

 

আটক ব্যক্তিরা হলেন- রিপন (৩২), আব্বাস আলী (৫২), হুমায়ন (৪০), মহিবুকে (৩৪)।

স্থানীয়রা জানান, সকালে মুক্তারপুর থেকে দিঘিরপাড় পরিবহন নামে একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নারায়ণগঞ্জের কাশিপুর পৌঁছালে মলমপার্টির ৫ সদস্য এক কলেজ ছাত্রকে মলম দিয়ে অজ্ঞান করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় পাশের সিটে থাকা এক যাত্রী বিষয়টি টের পেয়ে বাসের অন্য যাত্রীদের সহায়তায় পাঁচজনের মধ্যে চারজনকে ধরে ফেলে। পরে বাসটি পুনরায় মুক্তারপুরে ঘুরিয়ে নিয়ে এসে মলমপার্টির চার সদস্যকে গণপিটুনি দিয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে  পুলিশ এসে তাদের আটক করে।

পরে স্থানীয়রা কলেজছাত্র জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারল হাসপাতালে ভর্তি করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হাসান বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।