ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে জাটকা বিক্রির দায়ে ২ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
নাজিরপুরে জাটকা বিক্রির দায়ে ২ জনের জরিমানা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নির্বাহী হাকিম মো. আসসাদিক জামান এ জরিমানা করেন।

তারা হলেন - উপজেলার গোদারা গ্রামের জাহাঙ্গীর হোসেন ও কুম‍ারখালী গ্রামের মো. ফাহিম।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে অভিযান চালিয়ে জাটকা বিক্রির সময় দুই মাছ বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি জাটকা জব্দ করা হয়।

পরে আটক দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।