ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বগুড়ায় তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়া সদর উপজেলার রাজাপুর ও লাহিড়ীপাড়া ইউনিয়নের তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বুধবার (৩০নভেম্বর) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর।

বগুড়া: বগুড়া সদর উপজেলার রাজাপুর ও লাহিড়ীপাড়া ইউনিয়নের তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

বুধবার (৩০নভেম্বর) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর।

নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম ওমন বলেন, সদর উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে।

এলাকার উন্নয়নের সবার সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন, বিভিন্ন রাস্তার সংস্কারসহ কাঁচা রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। সব গ্রামের সাথে শহরের যোগাযোগ স্থাপনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

সমাবেশে এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া, সদর উপজেলা প্রকৌশলী অমৃত লাল মোহন্ত, রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, জাপা নেতা এমএ গণি সরকার, শহর জাপার সাধারণ সম্পাদক সানাউল্লা ছানা, সদর উপজেলা জাপা সভাপতি এইচএম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, জাপা নেতা সফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, নজরুল ইসলাম পান্না, ইলিয়াস আহম্মেদ, নজরুল ইসলাম বাবু, শরিফুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রায় ৪৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় বাইপাস ফনির মোড় থেকে চান্দের বাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন, ৬৭ লাখ টাকা ব্যয়ে চন্ডিহারা পীরগাছা ভায়া রায় মাঝিড়া রাস্তার উন্নয়ন ও ৪৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলাধীন বগুড়া-গাবতলী নারুয়ামালা রাস্তার উন্নয়ন কাজ হবে। রাস্তাগুলো পাকাকরণের কাজ এলজিইডি বগুড়া বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।