ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকাল পণ্য পরিবহন বন্ধ উত্তরাঞ্চলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকাল পণ্য পরিবহন বন্ধ উত্তরাঞ্চলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। উত্তরাঞ্চলে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পণ্যবাহী সব গাড়ি দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বগুড়া: সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। উত্তরাঞ্চলে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পণ্যবাহী সব গাড়ি দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে পরিষদের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ এ কর্মসূচির ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কমিটির মো. সাদরুল ইসলাম, সিরাজগঞ্জ কমিটির মো. রেজুয়ন খান, গাইবান্ধার মোক্তাদুর রহমার মিঠু, বগুড়ার মো. খোরশেদ আলম, গাইবান্ধার মো. রোস্তম আলী, দিনাজপুরের মো. সাদাকাতুল বারী, নাটোরের মো. মোস্তারুল ইসলাম আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।