ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাঙ্গেরি সফর দু’দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
হাঙ্গেরি সফর দু’দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হয়েছে ছবি: পিআইডি’র সৌজন্যে

সামগ্রিকভাবে হাঙ্গেরির সফর দুই দেশের সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‍

ঢাকা: সামগ্রিকভাবে হাঙ্গেরির সফর দুই দেশের সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‍

তিনি বলেছেন, বাংলাদেশের মুক্তিয‍ুদ্ধে হাঙ্গেরি সমর্থন দেয়।

স্বাধীনতার পর স্বীকৃতিও দিয়েছে। বঙ্গবন্ধু তাদের সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু পঁচাত্তরের পর সে সম্পর্কে স্থবিরতা নেমে আসে। কিন্তু আমার এ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করেছে বলে আমি মনে করি।    

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা  এসব কথা বলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, হাঙ্গেরি সফর যেমন বেশ গুরুত্বপূর্ণ, সেখানে অনুষ্ঠিত পানি সম্মেলন বিশ্বে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন মাত্রা দেবে বলে মনে করি।

সফরকালে হাঙ্গেরির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, হাঙ্গেরিতে বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করেন দেশটির নেতারা।

‘আমি তাদের (হাঙ্গেরির প্রধানমন্ত্রী) স‍ুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানেয়েছি। তারা আসার কথা বলেছেন। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টাম ডিসেম্বর ০৩, ২০১৬
এমইউএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।