ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বগুড়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালক নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক রেজানুর রহমান মন্ডল নিহত হয়েছেন।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক রেজানুর রহমান মন্ডল নিহত হয়েছেন।

তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সোমতলা গ্রামের মজিবর রহমানের ছেলে।

বুধবার (০৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকাল ১০টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) থেকে মরদেহ নিয়ে রায়গঞ্জের চান্দাইকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-প-৫১-১৪২০) ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মালবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলেও জানান স্টেশন অফিসার সোহেল রানা।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬

এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।