সৈয়দপুর (নীলফামারী): ২০২১ সালের মধ্যে বাংলাদেশের কোনো মানুষ আর নিরক্ষর থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বাঁশবাড়ি ও সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১ জানুয়ারি বই উৎসবে প্রতিটি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। ২০২১ সালের মধ্যে কোনো মানুষ আর নিরক্ষর থাকবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া করাতে চায়। শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে মন্ত্রী বার্ষিকীর মোড়ক উম্মোচন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও ছাদ বাগান পরিদর্শন করেন।
পরে মন্ত্রী সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ অনুষ্ঠানে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুছা জঙ্গী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জোবায়দুর রহমান শাহীন।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/পিসি