ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে গৃহহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন-অর্থ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
মানিকগঞ্জে গৃহহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন-অর্থ বিতরণ

মানিকগঞ্জ সদর উপজেলায় গৃহহীন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় গৃহহীন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ সহায়তা দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদত খন্দকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এসময় উপস্থিত ছিলেন-জেলা সিভিল সার্জন ডা. মো. ইমরান আলী।

পরে সদর উপজেলার গৃহহীন পরিবারের মধ্যে ৭২ বান ঢেউটিন, নদী ভাঙণে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে নগদ ২৫ হাজার টাকা, এসিডদগ্ধ এবং প্রতিবন্ধীদের পুর্নবাসন ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদ মুক্ত সাড়ে ১২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।