ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় নগদ অর্থ ও মাদকসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
কুমিল্লায় নগদ অর্থ ও মাদকসহ গ্রেফতার ২

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযানে চালিয়ে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও তার সহযোগী মো. হানিফকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযানে চালিয়ে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও তার সহযোগী মো. হানিফকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর কালিকৃষ্ণ নগরের সোলতান আহমদের ছেলে ও হানিফ পূর্ব মানিকপুরের মফিজ মিয়ার ছেলে।

শনিবার (১০ ডিসেম্বর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতার দুই আসামি দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ বাড়িতে মদ ও গাঁজা মজুদ করে ব্যবসা করে আসছিলেন।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক আসামি মাদক সম্রাট মো. জাহাঙ্গীর আলমসহ তার একসহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় ৩০ বোতল ইন্ডিয়ান বিয়ার, ৪২ বোতল ইন্ডিয়ান হুইষ্কি, ১৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৯৯১ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৫৯ হাজার টাকা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।