ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে ট্রেনের ধাক্কায় ‍নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বনানীতে ট্রেনের ধাক্কায় ‍নিহত ১

রাজধানীর বনানীতে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মনিরুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

ঢাকা: রাজধানীর বনানীতে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মনিরুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর)  রাত সাড়ে ৮টায়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান মিরপুর মাজার রোড এলাকার মৃত আবদুল মান্নান খানের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই, কমলাপুর) রাশেদ রানা এর সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বনানী ‘ডিওএসএইচ’ সংলগ্ন মোবাইল ফোনে কথা বলেতে বলেতে রেলক্রসিং অতিক্রম করার সময় কমলাপুরগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনিরুজ্জামানের মৃত্যু হয়।

মৃত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান এএসআই রাশেদ রানা।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।