ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

`সেইভ দ্য ফিউচার’র শীতবস্ত্র বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
`সেইভ দ্য ফিউচার’র শীতবস্ত্র বিতরণ 

পথশিশু ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘সেইভ দ্য ফিউচার’ নামে একটি সংগঠন। 

ঢাকা: পথশিশু ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘সেইভ দ্য ফিউচার’ নামে একটি সংগঠন।  

শনিবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে সংগঠনের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে মনে করেন সংগঠনের সদস্যরা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরীব-অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতে কষ্ট পাবে না বলে তারা জানান।

সেইভ দ্য ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এসময় সংগঠনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা ও আহ্বায়ক কাওসার আহমেদসহ সেইভ দ্য ফিউচারের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এসজেএ/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।