ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক ফুটবলার আরমানকে প্রাণনাশের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
সাবেক ফুটবলার আরমানকে প্রাণনাশের হুমকি

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোড়ার আরমান হোসেনকে মোবাইল ফোনো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 

ঢাকা: জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোড়ার আরমান হোসেনকে মোবাইল ফোনো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।  

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

 

এ বিষয় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর- ৮৩৫।

ফুটবল তারকা আরমান বাংলানিউজকে বলেন, আরমান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড নামে আমার একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আছে। দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে আমার নম্বরে ফোন আসে। প্রথমে ক্লায়েন্ট হিসেবে কথা বলে। এক পর্যায়ে পরিচয় জানতে চাইলে অপরপ্রান্ত থেকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  

‘লায়লা ম্যাডামের ফ্ল্যাট ভালো করে তৈরি করেছিস বলে তোকে প্রাণে মারিনি’, বলেও তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেন আরমান।  

লায়লা বেগমের বিষয়ে তিনি বলেন, তিনি ল্যান্ডওনার। তবে দীর্ঘদিন ধরে তিনি কাজে ‍বাধা দিয়ে আসছিলেন। ভয় পেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি।  

এ বিষয় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, প্রাণনাশের হুমিক দেওয়া হয়েছে এমন অভিযোগে আরমান হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।