ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে নৌডুবিতে জেলে নিখোঁজের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
বরিশালে নৌডুবিতে জেলে নিখোঁজের ঘটনায় মামলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় নিখোঁজ মো. বাবুল ঘরামীর পরিবার এ মামলা দায়ের করেন।

মামলায় এমভি ইয়াদ-৩ লঞ্চের মাস্টারসহ দুই জনকে আসামি করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে বাংলানিউজকে জানান, মামলায় লঞ্চের চালক ও কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বাবুল ঘরামীকে স্থানীয়রা নদীতে এখনো খুঁজে বেড়াচ্ছেন বলে জানান ওসি।

সোমবার ভোর রাত ৫টায় গজারিয়া নদীর নলবুনিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পাতারহাটগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ইয়াদ-৩’র ধাক্কায় একটি জেলে নৌকা ভেঙে ডুবে যায়। এতে নৌকায় থাকা দুই জেলের মধ্যে বাবুল নিখোঁজ রয়েছে। অপর জেলে রুবেল খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।