ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় দু’জন চেয়ারম্যান, ৫১ জন সাধারণ সদস্য ও ১৪ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়া: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় দু’জন চেয়ারম্যান, ৫১ জন সাধারণ সদস্য ও ১৪ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।

সন্ধ্যা সাড়ে ৭টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মকবুল হোসেন পেয়েছেন আনারস ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিদ্রোহী প্রার্থী ছোলায়মান আলী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত সুলতান মাহমুদ খান (টিউবয়েল), জাহেদুর রহমান (তালা), ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মাফুজুল ইসলাম রাজ (টিউবয়েল), সহিদুল ইসলাম দুলু (তালা), ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত একেএম আছাদুর রহমান দুলু (তালা), আমিনুল হক (টিউবয়েল), মাহফুজার রহমান বাবলু (হাতি), ৪ নম্বর ওয়ার্ডে শিল্পী বেগম (তালা), মোস্তাফিজার রহমান (হাতি), আওয়ামী লীগ মনোনীত আহসান হাবীব আম্বীয়া (টিউবয়েল), রাসেল মাহমুদ (উট পাখি), ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত আমান উল্লাহ (তালা), কাওছার হামিদ (হাতি), এসএম মাসুদ রানা (উটপাখি), মুনজিল হোসেন আকন্দ (অটোরিকশা), মাসুদুল হক বাচ্চু (টিউবয়েল), এএফএম ফজলুল হক (ক্রিকেট ব্যাট), আশরাফুল কবির বিপুল (বৈদ্যুতিক পাখা), ৬ নম্বর ওয়ার্ডে আজিজুর রহমান (ঘুড়ি), একেএম মাহবুবার রহমান (তালা), আব্দুস সালাম (হাতি), শামছুর রহমান (অটোরিকশা), আওয়ামী লীগ মনোনীত জাহিদুর রহমান (টিউবয়েল), গোলাম মোস্তফা (বৈদ্যুতিক পাখা), ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম মন্টু (টিউবয়েল), আব্দুস ছালাম (হাতি), টিপু সুলতান (তালা), ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত আনছার আলী (টিউবয়েল), শাহ জিহাদুল ইসলাম (হাতি), কামরুল হাসান (তালা), ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মিনহাদুজ্জামান লিটন (টিউবয়েল), জাকির হোসেন (হাতি), ১০ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আলম (বৈদ্যুতিক পাখা), এরফান আলী (তালা), ওয়াসিম রেজা চৌধুরী রাজা (টিউবয়েল), মারুফ রহমান মনজু (হাতি), ১১ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), আব্দুল করিম (অটোরিকশা), আওয়ামী লীগ মনোনীত শহিদুল ইসলাম (তালা), মোমিনুল ইসলাম চৌধুরী (হাতি), নূরে আলম সিদ্দিকী (টিউবয়েল), ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত এএইচ আজম খান (টিউবয়েল), নজরুল ইসলাম (উট পাখি), ১৩ নম্বর ওয়ার্ডে শাহজাহান আলী কবিরাজ (হাতি), আওয়ামী লীগ মনোনীত এসএম রুহুল মোমিন (টিউবয়েল), ১৪ নম্বর ওয়ার্ডে আব্দুস সামাদ প্রামানিক (টিউবয়েল), তাজউদ্দীন মন্ডল (অটোরিকশা), আওয়ামী লীগ মনোনীত আবু সাঈদ ফকির (তালা), ১৫ নম্বর ওয়ার্ডে এসএম জাহিদুর বারী (টিউবয়েল), নাজিমুল হুদা খোন্দকার (তালা), আওয়ামী লীগ মনোনীত আবু রেজা খান (হাতি) প্রতীক পেয়েছেন।

অপরদিকে সংরক্ষিত সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে হেফাজত আরা মিরা (মাইক), হাসনা খাতুন (টেবিল ঘড়ি), আওয়ামী লীগ মনোনীত মাহফুজা খানম (হরিণ), ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত আজমী আরা পারভীন (ফুটবল), নাজনীল নাহার (হরিণ), ফিরোজা খাতুন (মাইক), পপি রানী পোদ্দার (দোয়াত কলম), ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত সাহাদারা মান্নান (ফুটবল), ছাবিনা ইয়াছমিন (হরিণ), ৪ নম্বর ওয়ার্ডে সাবিনা আক্তার লিথি (মাইক), আওয়ামী লীগ মনোনীত ছালেহা হোসেন (টেবিল ঘড়ি), ছামছুন্নাহার আকতার বানু (হরিণ) ও ৫ নম্বর ওয়ার্ডে নাছরিন রহমান (হরিণ), আওয়ামী লীগ মনোনীত মনজু আরা বেগম (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমবিএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।