ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
নারায়ণগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রাব্বী মিয়া প্রতীক ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুন বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জের ২নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিবের প্রতীক হাতি, জাহাঙ্গীর আলমের প্রতীক তালা, অ্যাডভোকেট শরীফ হোসেনের প্রতীক ঘুড়ি।

 ৩নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন চৌধুরীর প্রতীক বৈদ্যুতিক পাখা, হাবিব আল মুজাহিদ পলুর প্রতীক ঘুড়ি, হুমায়ন কবির মৃধার প্রতীক তালা।

৪নং ওয়ার্ডে আবু হানিফের প্রতীক ক্রিকেট ব্যাট, মোবারক হোসেনের প্রতীক ঘুড়ি, মোস্তফা হোসেন চৌধুরীর প্রতীক অটোরিকশা, ইরফান উদ্দিন ইপুর প্রতীক হাতি।

৬ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের এর প্রতীক তালা, আলী আজগরের প্রতীক ঘুড়ি।

৭নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান মাসুমের প্রতীক হাতি, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নাননুর প্রতীক তালা।

৮নং ওয়ার্ডে আবু নাঈম ইকবালের প্রতীক তালা, দেলোয়ার হোসেনের প্রতীক ঘুড়ি, ফারুক হোসেনের প্রতীক বৈদ্যুতিক পাখা।

৯নং ওয়ার্ডে আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের শ্যালক নূরে আলম খানের প্রতীক হাতি, আব্দুন নূরের প্রতীক তালা, আব্দুল মান্নান মিয়ার প্রতীক অটোরিকশা।

১৩নং ওয়ার্ডে আব্দুল কাইউম খানের প্রতীক হাতি, মোস্তাফিজুর রহমানের প্রতীক তালা। ১৪নং ওয়ার্ডে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলীর প্রতীক তালা, মিজানুর রহমানের প্রতীক ঘুড়ি এবং ১৫নং ওয়ার্ডে কামরুল হাসান ভূইয়ার প্রতীক তালা ও ফারুক মিয়ার প্রতীক ঘুড়ি।

এছাড়া সংরক্ষিত ৩নং ওয়ার্ডে সোনারগাঁওয়ের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমার প্রতীক ফুটবল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহানের প্রতীক বই ও খালেদা আক্তারের প্রতীক টেবিল ঘড়ি, সংরক্ষিত ৫নং ওয়ার্ডে কুলসুমের প্রতীক ফুটবল ও সীমা রানী পাল টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন।

এদিকে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের পাশাপাশি সাধারণ সদস্য পদে ৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।