ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেরোবি’র ওষুধি বাগানে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
বেরোবি’র ওষুধি বাগানে অগ্নিকাণ্ড

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওষুধি বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত বাগানে ছড়িয়ে পড়ায় বাগানের প্রায় এক তৃতীয়াংশ গাছ পুড়ে যায়।

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওষুধি বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত বাগানে ছড়িয়ে পড়ায় বাগানের প্রায় এক তৃতীয়াংশ গাছ পুড়ে যায়।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পিছনের বাগানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার মো. আমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কে বা কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।