ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় বাসচাপায় ২ শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
কোটালীপাড়ায় বাসচাপায় ২ শ্রমিক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় ২ নির্মাণ শ্রমিক নিহত ও অপর ২ শ্রমিক আহত হয়েছেন।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় ২ নির্মাণ শ্রমিক নিহত ও অপর ২ শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার(১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তাড়াশি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদার ছেলে জাকির হাওলাদার ওরফে হেলাল (৪৩) ও সৌরউদ্দিন হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (২৮)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে জানান, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী মুন পরিবহনের একটি লোকাল বাস তাড়াশি বাসস্ট্যান্ড এলাকায় একটি নসিমনকে চাপা দেয়। নসিমনে নির্মাণ শ্রমিকরা কোটালীপাড়ায় যাচ্ছিলেন। এ সময় নসিমনটি দুমড়ে-মুচড়ে গেলে নির্মাণ শ্রমিক জাকির হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর ইমরান হাওলাদার মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত নজির কাজী (৩৫) ও সোহরাব মিয়াকে (৫০) উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।