ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
গুরুদাসপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ নিরোধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নাটোর: নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ নিরোধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান, নাটোর জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াৎ হোসেন, প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন প্রমুখ।

সভায় নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রী মাদকসেবন ও বাল্যবিয়ে না করার শপথ নেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসম্বের ১৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।