ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নেত্রকোনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে শহরের নিখিল নাথ সড়কে ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।

নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী উপ-পরিচালক প্রাণনাথ সাহার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ট্রাফিক অফিসের উপ-পরিদর্শক মো. সফিকুল ইসলাম ও ফায়ার স্টেশন কার্যালয়ের ওয়ার হাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার।

সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্ব, সেবা কার্যক্রম, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা, দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

সভা শেষে কার্যালয় থেকে এক যান্ত্রিক বহর বের হয়ে লিফলেট বিতরণ করে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।