ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিরোজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এ স্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

পিরোজপুর: ‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এ স্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম শেখ।

বিশেষ অতিথি ছিলেন-পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামাল হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান, সোনালী ব্যাংকের পিরোজপুর শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম হাওলাদার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক সুদীপ দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে তিনজন সর্বোচ্চ রেমিটেন্স দাতাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬  
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।