ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
সিরাজগঞ্জে শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে শহরের সবুজ কানন হাইস্কুল হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিস এ কর্মশালার আয়োজন করে।

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রজেক্ট (সেসিপ) এর যুগ্ন প্রোগ্রাম পরিচালক অতিরিক্তি সচিব আবু ছাইদ সেখ অর্ধদিবসব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন- মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আব্দুল মান্নান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিউল্লাহ, সহকারী জেলা শিক্ষা অফিসার রহিমা আকতার জাহান, এসবি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসম্বের ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।