ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’-এ শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।  

ময়মনসিংহ: ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’-এ শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।  

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর টাউন হল মোড় থেকে একটি ৠালি বের করা হয়।

ৠালিটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মুহাম্মদ আব্দুল লফিতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রিনা আক্তার জাহান ও জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমএএএম/‌এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ