ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক কর্মকর্তা আটক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সাবেক সহকারী পরিচালক (আইন বিভাগ) ইকবাল পারভেজকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সাবেক সহকারী পরিচালক (আইন বিভাগ) ইকবাল পারভেজকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের পরিচালক নাসির উদ্দিন তাকে আটক করে।

এছাড়া দুদকের অনুসন্ধানে ইকবাল পারভেজের দুই কোটি ৬২ লাখ ৫০ হাজার ৬০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত (অবৈধ) সম্পদের তথ্য পাওয়া গেছে।

এ অভিযোগের ভিত্তিতে ইকবাল পারভেজের বিরুদ্ধে দুদক রোববার রাজধানীর ওয়ারী থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করে।

এদিকে দুদক কর্মকর্তারা বলছেন, দুদকের সাবেক এ কর্মকর্তার অবৈধ আরও কতো সম্পদ রয়েছে তা অনুসন্ধানের মাধ্যমে বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এসজে/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।