ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ৫ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
 সিলেটে ৫ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে পাঁচ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সিলেট: সিলেটে পাঁচ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।


রোববার (১৮ ডিসেম্বর) চেম্বার কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

 


সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ও এসএমই সাব কমিটির আহ্বায়ক মো. এমদাদ হোসেন, পরিচালক মুকির হোসেন চৌধুরী, সাব কমিটির যুগ্ম আহ্বায়ক মধুমিতা ইসলাম ও নারী উদ্যোক্তা মাধুরী গুণ।


এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, মো. সাহিদুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক ইসরাত জাহান ইলা ও গুল জাহান প্রমুখ।


বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এনইউ/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।