ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে ছুরিকাঘাতে আহত পল্লী চিকিৎসকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
মিঠাপুকুরে ছুরিকাঘাতে আহত পল্লী চিকিৎসকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পল্লী চিকিৎসক বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রংপুর: রংপুরের মিঠাপুকুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পল্লী চিকিৎসক বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

 

বাবুল মিয়াকে উপজেলার হামিদপুর গ্রামের মৃত.আমজাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার(১৭ ডিসেম্বর) রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নিতে চায়। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তদের নামে হত্যা মামলা করা হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘন্টা ডিসেম্বর ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।