ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমা ব্রেড ‍অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিমা ব্রেড ‍অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না নিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে বিমা ব্রেড ‍অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রংপুর: বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না নিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে বিমা ব্রেড ‍অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসনের উদ্যেগে বিএসটিআই ও জেলা পুলিশ মহানগরীর দখিগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএসটিআই রংপুর অফিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক মফিজ উদ্দীন আহমাদ (মেট)।

ওই প্রতিষ্ঠানকে তাদের পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।