ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমানবাহিনী প্রধানের সঙ্গে কুয়েতি সামরিক প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিমানবাহিনী প্রধানের সঙ্গে কুয়েতি সামরিক প্রতিনিধি দলের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সফররত কুয়েতি সশস্ত্র বাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সফররত কুয়েতি সশস্ত্র বাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন।

কুয়েতি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পাঠানো এক প্র্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।