ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
আগৈলঝাড়ায় নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামে নেশাগ্রস্ত ছেলে আরিফ মোল্লাকে (২৩) পুলিশে দিয়েছেন বাবা।

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামে নেশাগ্রস্ত ছেলে আরিফ মোল্লাকে (২৩) পুলিশে দিয়েছেন বাবা।

 

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বাবা ফারুক মোল্লা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আরিফ গাঁজাসহ নেশাজাতীয় দ্রব্য সেবন করে আসছে। নেশার টাকা না পেলে আরিফ প্রায়ই তাদের গায়ে হাত তুলতো। এছাড়াও গ্রামের লোকজনকে বিরক্ত করতো। এতে তিনি অতিষ্ঠ হয়ে সকালে আরিফকে পুলিশে দিয়েছেন।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্ট, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।