ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
চাঁদপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঢালীর ঘাট এলাকার দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঢালীর ঘাট এলাকার দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ সময় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (৫০) এক বছর ও তার সহযোগী রুবেল হোসেনকে (২৮) ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেসবাউল সাবরিন মিরা এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ইসমাইল হোসেন ঢালীরঘাট এলাকার বাসিন্দা ও রুবেল চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা।

চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।