ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
নাটোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাঁদ আলী (৬২) নামে নাটোর জেলখানার এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোর: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাঁদ আলী (৬২) নামে নাটোর জেলখানার এক কয়েদির মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদ আলী বড়াইগ্রাম উপজেলার চান্দাই নতুনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

নাটোর জেলখানার ডেপুটি জেলার তোফায়েল আহমেদ খান বাংলানিউজকে জানান, মাদক সংক্রান্ত একটি মামলায় চাঁদ আলী ৯ ডিসেম্বর (শুক্রবার) জেলখানায় আসেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  

পরে অবস্থার অবনতি হলে রাত সোয়া ১১টার দিকে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, চাঁদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ছিল।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।