ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
হত্যা মামলায় সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একজন মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি...

ময়মনসিংহ: একজন মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মযমনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে হত্যা করা হয়।

চলতি বছরের ৪ মার্চ তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে লোকমান হাকিম। এ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করা হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০ ২০১৬/আপডেট ১৪৪২
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।