ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জঙ্গি মারজানের স্ত্রী ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
জঙ্গি মারজানের স্ত্রী ঢামেকে ভর্তি

নব্য জেএমবি’র শীর্ষ কমান্ডার মারজানের স্ত্রী ও কারাবন্দি নারী জঙ্গি আফরিন ওরফে প্রিয়তিকে (২৪) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা: নব্য জেএমবি’র শীর্ষ কমান্ডার মারজানের স্ত্রী ও কারাবন্দি নারী জঙ্গি আফরিন ওরফে প্রিয়তিকে (২৪) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নারী জঙ্গি আফরিন ওরফে প্রিয়তিকে (২৪) দুপুর ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গর্ভবতী এই কারণেই তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফরিন নব্য জেএমবি’র শীর্ষ কমান্ডার মারজানের স্ত্রী। তার হাজতি নাম্বার ১৬৮২/১৬। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ নম্বর পিলখানা রোডের একটি ছয় তলা ভবনে অভিযান চালিয়ে আহত অবস্থায় আফরিন ওরফে প্রিয়তিসহ তিন নারী জঙ্গিকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এসটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।