ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুইটি চালের দোকানে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
সৈয়দপুরে দুইটি চালের দোকানে জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে পাটের বস্তা ব্যবহার না করায় দুইটি চালের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে পাটের বস্তা ব্যবহার না করায় দুইটি চালের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল আলম এ জরিমানা করেন।

মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী খাদ্যদ্রব্যে পাটের বস্তা ব্যবহার না করায় জব্বার ট্রেডার্সের মালিক ইকবাল হোসেনকে দুই হাজার টাকা ও গুড্ডু চাল দোকানের মালিক এরশাদ আলম গুড্ডুকে চার হাজার টাকাসহ মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পাট উন্নয়ন কর্মকর্তা তৈয়বুর রহমান, সৈয়দপুর থানার এসআই জিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসম্বের ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।