ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ময়মনসিংহে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্প নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দু’টি ফুড কোম্পানি ও একটি ওষুধ কোম্পানিকে পাঁচ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ: ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্প নগরীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দু’টি ফুড কোম্পানি ও একটি ওষুধ কোম্পানিকে পাঁচ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ জরিমানা করেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এ অভিযান পরিচালনা করে।

ময়মনসিংহ ড্রাগ সুপার গুলশান জাহান বাংলানিউজকে জানান, লাইসেন্সের মেয়াদ না থাকা এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রয়েল ফুডকে তিন লাখ টাকা, নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় মনিকা ফুডকে ৪০ হাজার টাকা এবং উৎপাদনের নিয়ম না মানার কারণে একই এলাকার প্রমেডিক্স ওষুধ কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১ ২০১৬
এমএএএম/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ