ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

১৫ প্রকল্পে ২৬ হাজার ৪১১ কোটি টাকা অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
১৫ প্রকল্পে ২৬ হাজার ৪১১ কোটি টাকা অনুমোদন একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা, ছবি: সংগৃহীত

১৫টি প্রকল্পের জন্য ২৬ হাজার ৪১১ কোটি টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে প্রকল্প সাহায্য ৩ হাজার ৯৪৭ কোটি টাকা। আর বাকি টাকা সরকারি খাত থেকে মেটানো হবে।

ঢাকা: ১৫টি প্রকল্পের জন্য ২৬ হাজার ৪১১ কোটি টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। এরমধ্যে প্রকল্প সাহায্য ৩ হাজার ৯৪৭ কোটি টাকা।

আর বাকি টাকা সরকারি খাত থেকে মেটানো হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘একসঙ্গে এতোগুলো প্রকল্প এর আগে কখনও অনুমোদন দেওয়া হয়নি। তাই বলা যায়, এটি একটি রেকর্ড। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমআইএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ