ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘সুইসাইডাল ভেস্ট ফাটানো সেই নারী জঙ্গি মারা গেছেন‍’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
‘সুইসাইডাল ভেস্ট ফাটানো সেই নারী জঙ্গি মারা গেছেন‍’ ছবি: সুইসাইডাল ভেস্ট ফাটানো নারী জঙ্গি, বাংলানিউজ

রাজধানীর দক্ষিণখান অাশকোনায় জঙ্গি আস্তানার ভেতরে ‘সুইসাইডাল ভেস্ট’ল ফাটানো...

ঢাকা: রাজধানীর দক্ষিণখান অাশকোনায় জঙ্গি আস্তানার ভেতরে ‘সুইসাইডাল ভেস্ট’ ফাটানো সেই নারী জঙ্গি মারা গেছেন, বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। এই নারী জঙ্গি সুমনের স্ত্রী বলে জানা গেছে।



শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তিনি এ তথ্য জানান। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলামও একই তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুল ইসলাম জানান, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরখা পরা সেই নারী ধীরে ধীরে হেঁটে ঘর থেকে বের হন। তখন তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করে ফের নামিয়ে নেন এবং বোরখা পরা থাকায় বোঝা যাচ্ছিল না, তার কোমরে সুইসাইডাল ভেস্ট রয়েছে কিনা। সঙ্গে সঙ্গে তিনি ঘরের দরজার কাছে এসে বিস্ফোরণ ঘটান। লুটিয়ে পড়েন মাটিতে। পরে পুলিশ কিছুটা সময় অপেক্ষা করে, পরে নিশ্চিত হওয়া যায় সেই জঙ্গি নারী মারা গেছেন।

এছাড়া, অপর জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদের আরিফও (১৪) মারা গেছেন বলে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন। কিশোর এই জঙ্গি ঘরের মেঝেতে পড়ে ছিল।

নারী ও অরিফের মরদেহ পুলিশ উদ্ধার করছে।

আরও পড়ুন:
** পার্কিংয়ে পড়ে আছে নারী জঙ্গি, ঘরের মেঝেতে কিশোর জঙ্গি
** জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
*** জঙ্গিদের গ্রেনেডে এক শিশু আহত
** ‘মা বের হয়ে আসো, আত্মসর্মপণ করো’
** ‘ভেতরে ৩ জঙ্গি, দফায় দফায় আত্মসর্মপণের জন্য কথা হয়’
** ‘ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে’
** দক্ষিণখানে জঙ্গি আস্তানায় অভিযান চলছে
**  জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান পুলিশের, সাড়া নেই
** ভেতরে দুই নারী জঙ্গি, শিশুও থাকতে পারে
** জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা আশকোনায়
** দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬/আপডেট ১৬১২
এজেডএস/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।