ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন।

পটুয়াখালী: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করব।

আমরা সেভাবে দায়িত্ব পালন করব।

 

শনিবার(২৪ ডিসেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার আরও বলেন, সততা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন পথে হাঁটতে হবে।
দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন- এমন স্লোগান নিয়ে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে।

আলহাজ এসএম মঞ্জুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুদক বরিশালের পরিচালক আক্তার হোসেন, পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামীমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, সহকারী পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন দুদক পটুয়াখালীর উপ-পরিচালক কেএম মিছবাহউদ্দিন, ট্যুরিস্ট পুলিশের এএসপি ফসিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।