ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে মাধ্যমিকের নতুন বই চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বেলকুচিতে মাধ্যমিকের নতুন বই চুরি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের গোডাউন থেকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের এক হাজার নতুন বই চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের গোডাউন থেকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের এক হাজার নতুন বই চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

 

বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিসের পাশে একটি গোডাউনে নতুন বইগুলো রাখা হয়েছিল।  

রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্য গোডাউন খুললে একটি জানালা ভাঙা দেখা যায়। পরে সন্দেহ হলে বই গুণে মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৮ম ও ৯ম শ্রেণির এক হাজার বই কম পাওয়া যায়।  

নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, ধারণা করা হচ্ছে গোডাউনের জানালা ভেঙে ওই বই চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।