ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে আগুনে চার দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
লক্ষ্মীপুরে আগুনে চার দোকান পুড়ে ছাই তেওয়ারীগঞ্জ বাজারে আগুন লেগে চার দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে আগুন লেগে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে আগুন লেগে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে দক্ষিণ বাজারে একটি দোকানে আগুন লেগে আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে জামাল উদ্দিনের ট্রেইলার্স দোকান, নাছির উদ্দিনের কনফেশনারী, আবদুস সহিদ কাজলের মুদি দোকান ও মারফত উল্লাহর ফলের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর হোসেন ভুলু বাংলানিউজকে বলেন, আগ্নিকাণ্ডে চারটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।