ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকা-পটুয়াখালী নৌরুটে অবৈধ রোটেশন বন্ধে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
ঢাকা-পটুয়াখালী নৌরুটে অবৈধ রোটেশন বন্ধে মানববন্ধন রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলাচল করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

ঢাকা-পটুয়াখালী নৌ-রুটে অবৈধ রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলাচল করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণ ও স্থানীয় জন সাধারণ।

পটুয়াখালী: ঢাকা-পটুয়াখালী নৌ-রুটে অবৈধ রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলাচল করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণ ও স্থানীয় জন সাধারণ।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী লঞ্চঘাট চত্বর এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, দৈনিক রুপান্তর পত্রিকার সম্পাদক কে.এম.এনায়েত হোসেন, ডেইলি স্টার পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেন, ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  নিজামুল হক, সাংবাদিক আহসানুল কবির রিপন, হ্যাপি ক্লাবের অ্যাডমিন অ্যাডভোকেট তৌফিক মুন্না, রাকিব আহসান প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডি‌সেম্বর ২৫, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।