ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিক্ষা আইনের ধারা সংশোধনের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
শিক্ষা আইনের ধারা সংশোধনের দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সাতমাথায় বাপুস এর মানববন্ধন

প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বগুড়া জেলা শাখা।

বগুড়া: প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বগুড়া জেলা শাখা।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাপুস এর সহ-সভাপতি সৈয়দ হামিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম সেখ, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, সদস্য মাহফুজুল হক, আবুল কাসেম প্রমুখ।

বক্তারা প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর ৭টি উপধারা সংশোধনের জোরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।