ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের দুই বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

লক্ষ্মীপুর: সম্মেলনের দুই বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ১৬৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুমোদন দেয়।

দুই বছর আগে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের অনুষ্ঠিত সম্মেলনে চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

দুই বছর পর পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন, সহ সভাপতি আশরাফুল আলম, ফয়জুল আলম আজীম, কে এম বাপ্পি করিম, নজরুল ইসলাম ফরহাদ, নুর হোসেন মিঠু, মো. ফাহাদ আজিম, নুর আলম মিঠু, মো. জাবেদ হোসেন, শাহেদুর রহমান শাহেদ, জাহাঙ্গীর আলম বিপ্লব, সাইফুদ্দিন আহম্মেদ বাবু, মো. আরিফ হোসেন, রাকিব পাটওয়ারী, হাবিব এলাহী রুবেল, মারুফ হোসেন সুজন, আব্দুর রব সুমন, সাইফুল ইসলাম স্বাধীন, গোরফান উদ্দিন বাবু, মনোয়ার হোসেন জাবেদ, কামরুল হাসান তুহিন, সোহাগ পাটওয়ারী, আকবর হোসেন সুখী।

যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শরিফ, জাহিদ উদ্দিন বাপ্পি, কামরুন নবী চৌধুরী জুয়েল, মোরশেদ আলম নিশাদ, শাহ নেওয়াজ হীরা, রাজ বিজয় চক্রবর্তী, নজরুল ইসলাম রঞ্জু, সাজ্জাদুর রহমান সাগর, শাহাদত হোসেন রায়হান, মো. মাঈন উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ কিরণ, সাইফুল ইসলাম রকি, তৌসিফ মাহামুদ জাহেদ, শাহাবুদ্দিন সুজন, ওসমান গণি, চাঁদ মনি মোহন, শাহাদাত হোসেন ফয়সাল, ববি সুফি, ইবনে মনির রুম্মান, শেখ ফজলুল হক মনি, মহসিন পাটওয়ারী।

প্রাচার সম্পাদক মনির মাহামুদ নোমেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রিয়ান। দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া ও উপ দপ্তর সম্পাদক সেবাব নেওয়াজসহ ১৬৬ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।