ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
রাঙামাটিতে ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটিতে ইউপিডিএফ’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটিতে ইউপিডিএফ’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে ইউপিডিএফ’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে আঞ্চলিক সংগঠনটি তাদের বর্ষপূর্তি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টি (ইউডিপিএফ)’র রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক উদয় চাকমা, সদর শাখার প্রধান অমিয় চাকমা, যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মসিং চাকমা ও নিশান চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা সভাপতি কুনেন্টু চাকমা, সদর উপজেলা সভাপতি নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা সভাপতি মন্টি চাকমা ও কাউখালী উপজেলার সহ-সাধারণ সম্পাদক ইশা চাকমা, কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা ও মহিলা সদস্য রিতা চাকমা এবং ওই এলাকার গ্রাম কমিটির কমিটির সভাপতি তপন কুমার চাকমা।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।