ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুর কমার্স কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
লক্ষ্মীপুর কমার্স কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ লক্ষ্মীপুর কমার্স কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর কমার্স কলেজের অধ্যক্ষের কর্মস্থলে দুই বছর উপস্থিত না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমার্স কলেজের অধ্যক্ষের কর্মস্থলে দুই বছর উপস্থিত না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল হয়।

এসময় শিক্ষার্থীরা জানায়, দুই বছর ধরে অধ্যক্ষ জি এম জাকারিয়া কলেজে আসছেন না। যথাযথভাবে পাঠদান ও পরীক্ষা নেওয়া হচ্ছে না। এক বছরে আট বার ইংরেজি শিক্ষক বদল হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ছে।

এছাড়া ডিবেটিং ক্লাব ও কম্পিউটার ল্যাব আছে বলে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না কলেজে। এমনকি নবীণ বরণ অনুষ্ঠানও হয় না এখানে, অভিযোগ শিক্ষার্থীদের।

তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কেউ মুখ খুলতে রাজি হননি।

কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।