ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরিশালে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধন বরিশালে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধন

শিক্ষানীতি ২০১৬’র কতিপয় ধারা সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল শাখার উদ্যোগে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব‌রিশাল: শিক্ষানীতি ২০১৬’র কতিপয় ধারা সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল শাখার উদ্যোগে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপু‌রে সদর রোডে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এ মানববন্ধন করে।


 
মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার আবুহাসান লিমন ও মোস্তাফিজুর রহমান।
 
বক্তারা অবিলম্বে শিক্ষানীতির কতিপয় ধারা সংশোধনের দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তারা কেন্দ্র ঘোষিত ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশের ন্যায় বরিশালের সকল বইয়ের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।

বাংলা‌দেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।