ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ধুনটে আমন চাল সংগ্রহ শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ধুনটে আমন চাল সংগ্রহ শুরু ধুনটে আমন চাল সংগ্রহ শুরু-ছবি: বাংলানিউজ

বগুড়ার ধুনট উপজেলায় খাদ্য গুদামে সরকারিভাবে আমন ধানের চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

ধুনট (বগুড়): বগুড়ার ধুনট উপজেলায় খাদ্য গুদামে সরকারিভাবে আমন ধানের চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল সংগ্রহ অনুষ্ঠান উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম।

এসময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুবল চন্দ্র বৈদ্য, ইন্সপেক্টর প্রণব কুমার, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) আমির হোসেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ব্যবসায়ী সাইফুল ইসলাম, খাদ্য গুদামের অফিস সহায়ক এনামুল হক ও নজরুল ইসলাম।

উল্লেখ্য, ধুনট উপজেলায় ৪৬ জন চাল ব্যবসায়ীর কাছ থেকে প্রতি কেজি ৩৩ টাকা দরে ৪০৭ টন চাল সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।